॥ নানিয়ারচর সংবাদদাতা ॥ পাহাড়ের কর্মহীন মানুষেরা যাতে প্রধানমন্ত্রীর উপহার সঠিক ভাবে পায় তার জন্য দায়িত্বশীল আওয়ামীলীগ নেতৃবন্দকে আহবান জানান সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগনের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছেন। করোনা মহামারী ভাইরাস ছড়িয়ে না পড়ে তার জন্য সামাজিক দুরত্ব নিশ্চিত সহ স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।
গতকাল রাঙ্গামাটির দূর্গম উপজেলা নানিয়ারচরে জেলা পরিষদের পক্ষ থেকে মহামারী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কার্যক্রমের উদ্ভোধন কালে করেন ২৯৯ আসনের সংসদ সদস্য বাবু দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
এ সময় রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের সদস্য, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সভাপতি বাবু ত্রিদিব কান্তি দাশ, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান তিন্নি, নানিয়ারচর থানার ওসি মো সাব্বির রহমান, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সাধারণ সম্পাদক রিপন চাকমা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার ৩০০ ব্যাবসায়ীর মাঝে ২০ কেজি করে ৬ মেট্রিক টন চাউল বিতরন হয়, নানিয়ারচর সদর উপজেলা বাজার, টি এন্ড টি বাজার ও পাতাছড়ি বাজার এলাকায় প্রধানমন্ত্রীর উপহার পৌছে দেয়া রহয়।
