রাঙ্গামাটিতে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন  : নির্মল বাতাস দীর্ঘায়ু করতে পারে মানুষকে—দীপংকর তালুকদার এমপি

॥ রাঙ্গামাটি প্রতিনিধি ॥ রাঙ্গামাটিতে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বাধন করা হয়েছে। রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
রাঙ্গামাটি ষ্টেডিয়াম চত্বরে একটি বকুল ফুলে চারা লাগিয়ে তিনি কর্মসূচীর শুভ সুচনা করেন। আর এই কর্মসূচীর অংশ হিসাবে মারী স্টেডিয়াম এলাকায় প্রায় শতাধিক ফলজ, বনজ, ঔষধী ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
রাঙ্গামাটি কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আক্তারের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসূচীর অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি নিশিত তালুকদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, প্রচার সম্পাদক অরুন ধর, বন বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ার, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়াসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি বলেন, সবুজের ছায়ায় হোক আগামীর সুন্দর পৃথিবী। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। সিডর, আইলা, রোয়ানু ও আম্পানের মতো ঘূর্ণি ঝড়ের কবলে পড়ে দিন দিন দেশের বৃক্ষ জগত ক্রমেই ধবংস হয়ে যাচ্ছে। তাই এই মুহূর্তে প্রকৃতিকে বাঁচাতে চাই বৃক্ষের সমাবেশ ও বৃক্ষ রোপন।
তিনি আরো বলেন, বাড়ির আঙিনা থেকে শুরু করে সবখানেই গাছের অবাধ বিচরণ বাঁচিয়ে রাখতে পারে সবাইকে। নির্মল বাতাস দীর্ঘায়ু করতে পারে মানুষকে। তাই জন সচেতনতা বাড়াতে এই ধরনের উদ্যোগ আরো বেশি করে নিতে হবে। নানান ধরনের ফলজ, বনজ গাছের চারা রোপনের মাধ্যমে সবাইকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করার জন্য সবুজের ছায়া বাড়ানোর চেষ্টা চালিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
রাঙ্গামাটি কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আক্তার বলেন, বৃক্ষ রোপন কর্মসূচীতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই জলবায়ু পরিবর্তন কমিয়ে নিয়ে আসতে। তাই এই কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটি ১০ উপজেলায় কৃষকলীগের পক্ষ থেকে মোট ১ হাজার বিভিন্ন জাতের চারা গাছ রোপনের কর্মসূচীর পালন করা হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031