॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির স্বাস্থ্য সেবার খাত আরো একধাপ এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলা ও করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপনে রাঙ্গামাটি জেলাবাসীর দীর্ঘদিনের দাবী পুরণ হতে চলেছে। শুক্রবার রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষ করোনা মোকাবেলায় রাঙ্গামাটির দায়িত্ব প্রাপ্ত সচিব বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী সভাপতিত্বে এক সভায় এ ঘোষণা আসতে পারে। সভায় রাঙ্গামাটি জেলাবাসীকে সুখবর দিতে যাচ্ছেন এমন তথ্য পাওয়া গেছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটি করোনা পরিস্থিতি মোকাবেলা নিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটির জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও রাঙ্গামাটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
রাঙ্গামাটি জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী রাঙ্গামাটি জেলায় পিসিআর ল্যাব স্থাপন, করোনা রোগী সহ বিভিন্ন রোগীদের সেবা নিশ্চিত করতে আইসিইউ বেড স্থাপন, রাঙ্গামাটি জেলার হাসপাতাল গুলোকে আধুনিকায়ন করার জন্য জোর দাবী উঠেছে। এই দাবীর প্রেক্ষিতে সম্প্রতি রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি স্বাস্থ্য মন্ত্রনালয়ের পিসিআর ল্যাব, আইসিইউ বেড, কিডনী রোগীদের ডায়ালাইসিস সেন্টার সহ স্বাস্থ্য সেবার উন্নয়নের জন্য স্বাস্থ্য মন্ত্রী বরাবরে চিঠি পাঠিয়েছেন।
এছাড়াও রাঙ্গামাটি জেলায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী গত দুই মিটিং এ এই বিষয়ে উচ্চ পর্যায়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়ে রাঙ্গামাটিতে যত দ্রুত এই কাজ গুলো হয় এবং পিসিআর ল্যাব বসে তার জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করেন। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর রাঙ্গামাটি জেলায় পিসিআর ল্যাব স্থাপন হচ্ছে এমন তথ্য পাওয়া গেছে।
এই ল্যাব বসলে রাঙ্গামাটি জেলাবাসীর করোনা টেষ্ট এর জন্য আর কোথাও যেতে হবে না। রাঙ্গামাটি জেলায় টেষ্ট সহ তিন পার্বত্য জেলার টেষ্ট এখান থেকে করা যাবে।
