
॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭জন। নতুন আক্রান্তদের মধ্যে ৫জন বান্দরবান সদর, ১ জন রোয়াংছড়ি উপজেলা ও ১জন লামা উপজেলার বাসিন্দা। নতুন আক্রান্তদের আইসোলেশানে নেয়ার ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ। বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫০২ জন আর ২৭৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ৬জন জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ১০জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ আরো জানায়,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৭শত ১১জনের,তার মধ্যে রির্পোট এসেছে ৩ হাজার ৩শত ৭৫জনের, এদের মধ্যে ৫০২জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।