করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ মৃত্যু,শনাক্ত ২৬৫৪

করোনাভাইরাস মহামারীকালে কোরবানির ঈদের ছুটির মধ্যে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন খোলা জায়গায়। মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিচরণরত মানুষদের অধিকাংশকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। করোনাভাইরাস মহামারীকালে কোরবানির ঈদের ছুটির মধ্যে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকায় মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন খোলা জায়গায়। মঙ্গলবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিচরণরত মানুষদের অধিকাংশকে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বুধবার নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
এদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৬৫৪ জনকে নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন হল। আর গত এক দিনে মারা যাওয়া ৩৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৭ জনে।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮৯০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা দুই লাখ পেরিয়ে যায় ১৮ জুলাই। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম সংক্রমণ শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজার স্পর্শ করে। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30