কাপ্তাই প্রেসক্লাবে ইউএনও মুনতাসির জাহান

ঝুলন দত্ত, কাপ্তাই (রাংগামাটি) : কাপ্তাই প্রেসক্লাব   এর সদস্যদের সাথে মতবিনিময় করলেন কাপ্তাইয়ে নতুন যোগদানকৃত নির্বাহী অফিসার মুনতাসির জাহান। সোমবার(১০ আগস্ট) সকালে কাপ্তাই প্রেসক্লাব ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এইসময় কাপ্তাই উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন,  সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, অর্থ সম্পাদক নুর হোসেন মামুন, দৈনিক ইনফো বাংলার কাপ্তাই সংবাদদাতা অর্নব মল্লিক সহ কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।

মতবিনিময় কালে ইউএনও মুনতাসির জাহান বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জনগনের সামনে সব কিছু তুলে ধরবেন। তিনি বলেন, উপজেলা পর্যায়ে সরকারের অনেক উন্নয়ন কর্মকান্ড হয়ে থাকে, সাংবাদিকরা এই সব কর্মকান্ড মিডিয়ার মাধ্যমে তুলে ধরলে জনগণ সরকারের কর্মকান্ড বিষয়ে অবহিত হতে পারবেন। ইউএনও মুনতাসির জাহান প্রেসক্লাব এর সকল কাজে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।
এই সময় কাপ্তাই প্রেসক্লাব এর সদস্যরা প্রশাসনের সাথে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মুক্ত গণমাধ্যম চাই : সকল গণমাধ্যমে এক নীতিমালা, তথাকথিত ওয়েজ বোর্ড বাতিল, নিজস্ব বেতন বোর্ড, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালা নিয়ন্ত্রণ মুক্ত, প্রয়োজনীয় কাঁচামালের মূল্য কমানো ও মফস্বলের পত্রিকাগুলো সুযোগ-সুবিধা বৃদ্ধি করে টিকিয়ে রাখতে হবে

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031