চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে “শুদ্ধাচার পুরস্কার গ্রহন জেলা প্রশাসকের

চট্টগ্রাম Awdm : চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে এবার শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। প্রশাসনিক কাজের স্বীকৃতি হিসেবে ২০১৯-২০২০ সালের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।সোমবার ১০ আগস্ট সকাল ১১ টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সন্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ (এনডিসি) মহোদয়ের নিকট হতে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে “শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০২০” গ্রহন করছেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এছাড়া বিভাগীয় কমিশনারের কার্যালয়ের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে এ পুরস্কার পান কমিশনার মহোদয়ের একান্ত সচিব ও এ কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব খোন্দকার মোঃ ইখতিয়ার উদ্দীন আরাফাত এবং এ কার্যালয়ের উচ্চমান সহকারী নেপাল কান্তি দাশউল্লেখ্য, তিনি ২০১৮ সালে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রযুক্তি, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন করেন। সর্বশেষ করোনা সংক্রমণ রোধ ও ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসন দক্ষ ভূমিকা রেখেছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে মানুষকে কোয়ারেন্টাইনে নিতে লকডাউন কার্যকর, সামাজি দূরত্ব, স্বাস্থবিধি মানা, ত্রাণ বিতরণ ও ঘুণিঝড়ে মানুষকে নিরাপদে আশ্রয় সেন্টারে আনাসহ বিভিন্ন কাজের জন্য তার ভূমিকা প্রশংসা পেয়েছে।এর আগে কাজের তাঁর ঝুলিতে জমা পড়েছে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকসহ অনেক পুরস্কার। সর্বশেষ কর্ম দক্ষতা ও সঠিক পরিকল্পনাও সততার জন্য শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হলেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930