
চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রামকে একটি বাসযোগ্য ও মানবিক নগরীতে রূপান্তরের প্রক্রিয়া হাতে নিয়ে অর্পিত দায়িত্ব পালনে ব্রতী হয়েছি, এতে যতটুক সফল হই তা আগামীতে যাঁরা দায়িত্বপ্রাপ্ত হবেন তাঁদের চলার পথ সুগম করবে। তিনি আজ সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে.বি.আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক শ্রমিক কর্মচারী লীগের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথাগুলো বলেছেন। তিনি চসিক শ্রমিক-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, নগরীর ৬০ লাখ মানুষের সেবা দিতে গিয়ে যারা শ্রম বিক্রি করছেন তারা আমার কাছে শ্রেষ্ঠ মানুষ। যারা শীত, গ্রীষ্ম, বর্ষায় রাত-দিন পরিশ্রম করে এ নগরীকে পুত:পবিত্র ও পরিস্কার পরিচ্ছন্ন রাখছেন তাদের প্রতি রইল আমার অন্তর নিংড়ানো ভালোবাসা। তাদের কর্মকান্ডকে আমি স্যালুট জানাই। সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরাই আমার কন্ঠস্বর এবং আমারই অঙ্গ। সাবেক মেযর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী চসিক পরিচ্ছন্ন কর্মীদের সেবকের মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাকে আমি ধরে রাখবো। শ্রমিক কর্মচারীরা মূল্যায়িত হলে আমি কৃতার্থ হবো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি দায়িত্ব নেয়ার পূর্বে ডোর-টু-ডোর শ্রমিকদের একটি অংশ কাজ না করেও হাজিরা দিতো-এটাকে আমি অপকর্মই বলবো। দু:খ ভারাক্রান্ত হৃদয়ে বলতে (৩য় পৃষ্ঠায় দেখুন)