ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) অনিশ্চিত দুই ভারতীয় তারকা ক্রিকেটার রবীচন্দ্র অশ্বিন ও মুরালী বিজয়ের।
অস্ট্রেলিয়ার সাথে চার টেস্টের সিরিজ শেষেই ‘স্পোর্টস হার্নিয়ায়’ কুপোকাত হয়েছেন ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্র অশ্বিন। অন্য দিকে কাঁধের চোট ভোগাচ্ছে ভারতীয় ওপেনার মুরালী বিজয়কে।
যার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পুরো আসরই না খেলার সম্ভাবনা রয়েছে এই দুই তারকা ক্রিকেটারের।
কাঁধের ইনজুরির কারণেই অস্ট্রেলিয়ার সাথে সিরিজের বেঙ্গালুরু টেস্ট খেলা হয়নি বিজয়ের। সিরিজের শেষ টেস্ট খেলে আবারো পড়েছেন পুরনো ইনজুরিতে।
মুরালী বিজয় আইপিএলের গত আসরে ডেভিড মিলারের কাছ থেকে ‘কিংস ইলেভেন পাঞ্জাবের’ নেতৃত্বভার পান। আইপিএলের গত আসরে ভারাডুবি পারফরমেন্সের জন্য এবারের আসরে অধিনায়কত্ব হারিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের কাছে।
অন্যদিকে, রবীচন্দ্র অশ্বিন আইপিএলে খেলছেন ‘রাইজিং পুনে সুপার জায়েন্টসের’ হয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রতিটি আসরে সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেললেও।
এবারের আসরে তাকে খেলতে হচ্ছে অজি অধিনায়ক স্টিভেন স্মিথের নেতৃত্বে। এবার ‘পুনে সুপার জায়েন্টসের’ নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে অভিজ্ঞ ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনিকে।
