নানিয়ারচরে ২ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যায়ে ৪ টি নব নির্মিত বিদ্যালয়ে ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর : পাহাড়ের প্রতিটি মানুষ যাতে নিরাপদে থাকে তার জন্য বর্তমান সরকারের শান্তি চুক্তি স্বাক্ষর করেছে— দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পাহাড়ের প্রতিটি মানুষ যাতে নিরাপদে থাকে তার জন্য বর্তমান সরকারের শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। আর পাহাড়ের অবৈধ অস্ত্র ও একটি মহল ষড়যন্ত্রের কারণে চুক্তিকে বাস্তবায়নসহ এলাকার উন্নয়নে বাধাগ্রস্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, নানিয়ারচর সদর উপজেলায় ৪ টি বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্টে কর্ণেল গোলাম মাবুদ হাসান পিএসসি, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান তিন্নি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, পরিষদ সদস্য নিউচিং মারমা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নানিয়ারচর উপজেলা প্রকৌশী রনি সাহা সহ রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য বর্গ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি আরো বলেন, পার্বত্য অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক ভূমিক রেখে চলেছে। দুর্গম এলাকার ছাত্র ছাত্রীদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে উন্নত করনের মাধ্যমে মনোরম পরিবেশ সৃষ্টি করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারই দেশের শিক্ষার উন্নয়নে কাজ করে চলেছে। দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সরকার শিক্ষার উপর সবচে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, একটা জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে হলে শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে তার ভিত্তিটাকে মজবুত করে গড়ে দিতে হবে। সেই লক্ষ্যে সরকার বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি, অবকাঠামো নির্মাণ, স্কুল জাতীয়করণসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়ন করছে। তাই তিনি শিক্ষক শিক্ষিকাদের ছাত্র ছাত্রীদের পাঠ দানে আরো বেশী মনোযোগী হয়ে শিক্ষিত জাতি ও দেশকে উন্নয়নের সর্বশিখরে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
দীপংকর তালুকদার সকালে শিক্ষা প্রকৌশল শাখার অর্থায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ঘিলাছড়ি উচ্চ বিদ্যাল, রাঙ্গামাটি জেলা পরিষদের অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৮০ লক্ষ টাকা ব্যয়ে নানিয়ারচর মডেল নানিয়ারচর দি চেঙ্গী চাইল্ড হোম সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এলজিইডির অর্থায়নে ৮৪ লক্ষ টাকা ব্যয়ে নানিয়ারচর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930