রোয়াংছড়ি-বান্দরবান সড়কে সেতু নয় যেন মৃত্যু কূপ

॥ রোয়াংছড়ি প্রতিনিধি ॥ রোয়াংছড়ি থেকে বান্দরবান যাওয়ার প্রধান সড়কে ১২টি বেইলি সেতুর মধ্যে ৪টি সেতু ব্যাপক ঝুঁকিপূর্ণ হয়ে সেতু নয়, যেন মৃত্যু কূপে পরিণত হয়েছে। রোয়াংছড়ি থেকে জেলা শহর বান্দরবানের যাওয়া-আসার একটি মাত্র সড়ক। এ সড়কে প্রতিনিয়ত ভারী ও মাঝারি যানবাহন, ছোট বড় মটরযান চলাচলের ব্যস্ততম সড়ক হয়ে উঠেছে। এই সড়কে ছোট ও বড় মিলে প্রায় ১২টি সেতুর রয়েছে। তার মধ্যে ৪টি বেইলি সেতুটি উপর দিয়ে যানচলা করতে ব্যাপক ঝুঁকিতে রয়েছে। ৪টি সেতু হচ্ছে রোয়াংছড়ি উপজেলা সদরের জিরো পয়েন্টে তারাছা খালের উপর পুরানো বেইলি সেতু, ১১ কিলোমিটার পূর্ণবাসন পাড়া এলাকার বেইলি সেতু, ক্রাইক্ষ্যং পাড়া ও বিজিপি সেক্টর সদর দপ্তর এলাকার কালবার্ট সেতু এবং ৪কিলোমিটার এলাকার স্বাগতম সেতুসহ এ ৪টি সেতুটিতে নিচে বেইজের অংশে মাটি ধেবে ও মাটি সরে যাওয়ায় যে কোন সময়ে ভারী যানবাহন চলাচল করলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে এলাকার সংশ্লিষ্টরা।
এলাকার ঘুরে দেখা গেছে, পাহাড়ি ঢলে সেতুটিতে বেইজের নিচে অংশে পিলাররে নিচে মাটি ধেবে পাহাড়ি ঢলে মাটিগুলো সরে গিয়ে পুরানো গাইড ওয়ালগুলো ভেঙ্গে পড়েছে। সেতু নিচে মাটি সুরক্ষার্থে নির্মিত অধিকাংশই গাইড ওয়ালে ভেঙ্গে পড়ে যাওয়ায় ভারী ও মাঝারি যান চলাচলে ঝুঁকি ও মৃত্যুকূপে পরিণত হয়েছে।
উৎপাদিত কৃষিপণ্য ও কাঁচামাল ব্যবসায়ী মো. আলঙ্গীর বলেন আমরা প্রতিনিয়ত ট্রাক্ট ও মিনি ট্রাক্ট ভরে মৌসুম অনুযায়ী কাঁচামাল নিয়ে ব্যবসা করছি। কিন্তু বর্তমানে বান্দরবান ও রোয়াংছড়ি সড়কে অধিকাংশই বেইলি সেতু নিচে মাটি সরে ভেঙ্গে যাওয়ায় দৈনন্দিন যানচলে ঝুঁকি হয়ে উঠেছে। কখন দুর্ঘটনা কবলে পড়বে ঠিক বলা যায় না। উর্ধ্বতন কর্তৃপক্ষে দ্রুত উদ্যোগ নিয়ে নতুন সেতু নির্মাণ করতে পারলে দুর্ঘটনা থেকে রেহায় পাব। মালামাল বহনকারি ড্রাইভার মো. আমির বলেন ব্রীজ ভেঙ্গে যাওয়া অবস্থা দেখেও না দেখে ভান করেন মনের আতঙ্কে গাড়ি চালাচ্ছি। এসড়কে প্রায় ব্রীজ ভাঙ্গ রয়েছে কিন্তু করার কিছুই নাই। পেতে দায়ে এ সড়কে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। এলাকার স্থানীয় জনপ্রতিনিধি চাইসিং মারমা বলেন আমার ওয়ার্ড এলাকার কয়েকটি বেইলি সেতু পুরানো হয়ে যাওয়ায় গাড়ি চড়ে আসা যাওয়া করতে ব্যাপক ঝুঁকিতে আছে। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করলে যান চলাচল ও জনগণের সুবিধা হবে।
সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী অংশৈপ্রু মারমা বলেন, বান্দরবান ও রোয়াংছড়ি সড়কে ১১টি সেতুতে মধ্যে ৫টি সেতু অত্যন্ত ঝুঁটিতে থাকায় হানসামা পাড়া এলাকায় নোয়াপতং খালের উপর সেতুটি বেইলি সেতুটি পরিবর্তে নতুন গার্ডার সেতু নির্মাণে কাজ চলমান রয়েছে। ইতি মধ্যে ঝুঁকিপূর্ণ থাকার সেতুটিকে পরিদর্শন করে রোয়াংছড়ি সদর জিরো পয়েন্টে বড় বেইলি সেতু, ১১ কিলোমিটার পূর্ণবাসন পাড়া এলাকার বেইলি সেতু ও ৪ কিলোমিটার এলাকার স্বাগতম সেতুসহ ৩টি সেতু ব্যাপক ঝুঁকি থাকায় নতুন সেতু নির্মাণের লক্ষে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলে চলতি অর্থবছরে ডিসেম্বর মাসে দিকে নতুন সেতু নির্মাণে কার্যক্রম শুরু হতে পারেন বলে জানান।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930