রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভা বিদ্যুত সাশ্রয় হতে রাঙ্গামাটিবাসীকে জেলা প্রশাসকের আহবান

॥ নিজস্ব প্রতিবেদক ॥ লোডশেডিং যাতে কমিয়ে আনা যায় তার জন্য বিদ্যুৎ সাশ্রয় হতে রাঙ্গামাটি জেলাবাসীকে আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসসহ সব পণ্যের দাম বেড়েছে। বিদ্যুৎ উৎপাদনে বড় অংকের ভর্তুকি দিচ্ছে সরকার। তাই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে জেলাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (১২ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা আইন শৃঙ্খলা সভায় এ আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এছাড়াও সভায় জেলার আইনশৃঙ্খলা বজায়, সন্ত্রাস ও নাশকতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, করোনা সংক্রমন রোধে মাক্স এর ব্যবহার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এসব বিষয়ের উপর সবাইকে বেশীবেশী সচেতন হতে বলা হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজি মোঃ কামাল উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা, মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা মোঃ সাইফুল ইসলাম, আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সুনীল কান্তি দে, নুরুল আবছার, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথসহ আরো অনেকে।
এসময় আইন-শৃঙ্খলা সভায় রাঙ্গামাটি জেলায় বিদ্যুৎ সাশ্রয়, পর্যটনের সুন্দর্য বৃদ্ধি, করোনা সংক্রমন ঠেকাতে মাক্স ব্যবহারসহ সকল বিষয়ে উপর গুরুত্বরোপ করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30