যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত অনুষ্ঠিত

॥রাহুল বড়ুয়া ছোটন, বান্দরবান ॥ যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদুল আজহার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ জুলাই) সকাল ৭টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এসময় শহরের হাজার হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা এহেসানুল হক আল মঈনী। পরে বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান বনরুপাপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়াল। এছাড়া ও বিভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাও আল্লাহ্র সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মোঃ শফিকুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30