করোনার প্রভাবে লকডাউন বান্দরবানের তিন উপজেলা, দুর্গম পাড়ায় খাদ্যদ্রব্য বিতরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে প্রশাসনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন

বান্দরবান প্রতিনিধি ॥ করোনার ভাইরাসের সংক্রামক বিস্তার রোধে বান্দরবানের লামা ,নাইক্ষংছড়ি ও আলীকদম উপজেলায় লকডাউন চলছে। ২৪ মার্চ রাত থেকে লকডাউনের কারণে তিন উপজেলার পাশাপাশি অন্যান্য উপজেলার জনজীবন ও স্থবির হয়ে পড়েছে। জরুরী প্রয়োজন ছাড়া কোন জনসাধারণ ঘরের বাইরে আসছে না। সড়কে বন্ধ রয়েছে সকল ধরণের যানবাহন , শুধুমাত্র পণ্যবাহী যানবাহন চলছে যা ও সীমিত আকারে। বান্দরবানের প্রশাসনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যর‌্য দুর্গম গ্রামে গ্রামে ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দাদের জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থেকে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানাচ্ছে। এদিকে রবিবার সকালে বান্দরবানের অসহায় শ্রমজীবী ও দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবানের জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম। বান্দরবান সদর উপজেলার গোদার পাড়, নতুনপাড়া এলাকায় বিভিন্ন পরিবারের মধ্যে এসময় প্রশাসনের পক্ষ থেকে ১০ কেজি চাউলসহ তেল, ডাল, লবণ, সাবান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা শাহীনুর আক্তার, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখরসহ স্থানীয় জনসাধারন। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা বান্দরবানের অসহায় শ্রমজীবি ও দিনমজুর পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করছি। করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায় তার জন্য আমরা গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে যাচ্ছি এবং তাদের পাশে থাকবো। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বান্দরবানে এখনো কোন করোনা রোগী পাওয়া যায়নি তবে বিদেশ ফেরত ১৫৯ জন কোয়ারেন্টাইনে রয়েছে এর মধ্যে প্রাতিষ্টানিক রয়েছে ১০জন আর হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৪৯জন। আর এই পর্যন্ত ৩৫ জনকে ছাড়পত্র প্রদান করেছে জেলার স্বাস্থ্য বিভাগ ।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031