চতুর্থবারের মত পিআইবির মহাপরিচালক হওয়ায় জাফর ওয়াজেদকে দৈনিক গিরিদর্পন পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ সরকার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি’র মহাপরিচালক পদে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক জাফর ওয়াজেদকে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। এবার নিয়ে টানা চতুর্থবার পিআইবি’র মহাপরিচালক পদে জাফর ওয়াজেদ নিয়োগ পেয়েছেন। জাফর ওয়াজেদ পিআইবি’র মহাপরিচালক পদে প্রথম নিয়োগ পান ২০১৯ সালের ২১শে এপ্রিল। প্রথম দুই বছরের মেয়াদ শেষে ২০২১ সালের ২০শে এপ্রিল জাফর ওয়াজেদকে আরও দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়; তৃতীয়বার একই মেয়াদে নিয়োগ দেয়া হয় ২০২৩ সালের ২৫শে এপ্রিল। দীর্ঘ সাংবাদিকতা জীবনে জাফর ওয়াজেদ জাতীয় সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার পেশাগত সাংবাদিকতার শুরু দৈনিক সংবাদে। সেখানে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করার পর দৈনিক মুক্তকণ্ঠ ও বাংলাবাজার পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। পিআইবি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার আগ পর্যন্ত জাফর ওয়াজেদ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন। তিনি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিতভাবে কলাম লিখেন। স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রাম নিয়ে তথ্য সমৃদ্ধ লেখালেখি তাঁর কাজের একটি বড় জায়গা। পিআইবির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় “দৈনিক গিরিদর্পন “পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পনের সম্পাদক একেএম মকছুদ আহমেদ ও দৈনিক গিরিদর্পনের সদস্যবৃন্দ।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31