
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি শহর থেকে বিশেষ অভিযানের মাধ্যমে এক হাজার ৪০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের রিজার্ভ বাজার ও বনরূপা বাজারে পৃথক অভিযান পরিচালনা করে বেলাল ও সাদ্দাম হোসেন নামে দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনরূপা এলাকায় পুলিশের টিএসআই মজিবুর রহমান অত্যাধুনিক মোটর সাইকেল আরোহীকে থামিয়ে তার শরীরে চালিয়ে কোমরে বিশেষ বাধা অবস্থায় আনুমানিক এক হাজার পিছ ইয়াবা উদ্ধার করেন। সাথে সাথে তাকে আটক করে তার গাড়িটি জব্দ করে পুলিশ। এই ঘটনায় আটককৃত সাদ্দামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই লিমন বোস।
অপরদিকে শহরের রিজার্ব বাজারস্থ মসজিদ কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মাদক ব্যবসায়ি বেলাল হোসেন (২৫) কে আটক করেছেন থানার এএসআই আসাদ ও তার সহকর্মী কনস্টেবল বাপ্পী। এসময় বেলালের পকেট থেকে ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত বেলাল নিয়মিত মাদক ব্যবসার সাথে জড়িত জানিয়ে তার বিরুদ্ধে ইয়াবা রাখার দায়ে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ।