রাঙ্গামাটিতে সেনাবাহিনীর প্রেস ব্রিফিং পার্বত্য অঞ্চল অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে —-জোন কমান্ডার লে: কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা, সামরিক সরঞ্জামাদি ব্যবহার এবং সন্ত্রাসী তৎপরতা চালানোকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং তা অব্যাহত থাকবে। তিনি বলেন, পার্বত্য অঞ্চল এবং সমগ্র দেশে শান্তি রক্ষায় নিয়মিত সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে।
শুক্রবার (৭ মার্চ) জেলার কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযানে গোলাবারুদসহ বিপুল পরিমান সরঞ্জাম উদ্ধার নিয়ে শুক্রবার বিকেল পৌনে ৫টায় সদর জোনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সদর জোন কমান্ডার এসব কথা বলেন।
এসময় রাঙ্গামাটি ব্রিগেড মেজর তাসদিক বিন নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার) সদর সার্কেল) মোঃ মাহমুদ খান উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার কর্নেল জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী আরো বলেন, পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সকল সশস্ত্র সন্ত্রাসিদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাহমুদ খান জানান, কাউখালিতে অভিযানের ঘটনায় মামলা করা হবে এবং তা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাউখালীতে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের গোপন আস্তানায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকিটকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদ, বিপ্লবী লাল বইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031