
টেকনাফ থেকে লুট হওয়া অস্ত্র নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার
॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ৬ অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) অস্ত্র লুটের ঘটনার মূল হোতা নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বুধবার (১ মার্চ) বেলা দেড়টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের মহাপরিচালকের উপস্থিতিতে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হবে বলে জানান র্যাব-৭ এর কোম্পানী কমান্ডার লে.কর্ণেল আশিকুর রহমান। বুধবার সকালে বিষয়টি গনমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে টেকনাফ নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে আনসারের এক কমান্ডার নিহত হয়। সন্ত্রাসীরা ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি লুট করে নিয়ে যায়। পরে চলতি বছরে ১০ জানুয়ারী কিছু অস্ত্র উদ্ধার করে র্যাব। অস্ত্র গুলোর মধ্যে ছিলো ১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি চাইনিজ রাইফেল ও ২টি এম-টু চাইনিজ রাইফেল।