টেকনাফ থেকে লুট হওয়া অস্ত্র নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার

টেকনাফ থেকে লুট হওয়া অস্ত্র নাইক্ষ্যংছড়ি থেকে উদ্ধার

॥ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পশ্চিমকুল গহীন পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ আনসার ক্যাম্প থেকে লুট হওয়া ৬ অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭। এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) অস্ত্র লুটের ঘটনার মূল হোতা নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে বুধবার (১ মার্চ) বেলা দেড়টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, র‌্যাবের মহাপরিচালকের উপস্থিতিতে প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হবে বলে জানান র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার লে.কর্ণেল আশিকুর রহমান। বুধবার সকালে বিষয়টি গনমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন তিনি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে টেকনাফ নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থীশিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে আনসারের এক কমান্ডার নিহত হয়। সন্ত্রাসীরা ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি লুট করে নিয়ে যায়। পরে চলতি বছরে ১০ জানুয়ারী কিছু অস্ত্র উদ্ধার করে র‌্যাব। অস্ত্র গুলোর মধ্যে ছিলো ১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি চাইনিজ রাইফেল ও ২টি এম-টু চাইনিজ রাইফেল।

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31