দূর্দিনের সহযোদ্ধাদের নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে : ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে- নওফেল

পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র চশমা হিলস্থ বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আওয়ামী লীগ জাতীয় সংকট উত্তরণে নেতৃত্ব দিয়েছে। এই প্রত্যয়ে ঐক্যবদ্ধ শক্তির কোন বিকল্প নেই। তাই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের কিছু নিদের্শনা মানতে হবে। তিনি বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। এই ভিত্তিকে আরো মজবুত করতে হবে। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, দলের কর্মকান্ডকে তৃণমূল পর্যায়ে পরীক্ষিত নেতাকর্মীদের দলে অন্তর্ভুক্তকরণের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি দূদিনের সহযোদ্ধাদের নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ নিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাবে। ঈদ শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব নুরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম রেঞ্জ এর ডিআইজি ড. মো: মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পপাদক চন্দন ধর, বন পরিবেশন সম্পাদক মশিউর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক আহমেদুর রহমান সিদ্দিকী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি: মানস রক্ষিত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, কার্যনির্বাহী সদস্য এম.এ. জাফর, হাজী মো: ইয়াকুব, আবুল মনসুর, নুরুল আমিন শান্তি, আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, গাজী শফিউল আজিম, এড. কামাল উদ্দিন আহমদ, সাইফুদ্দিন খালেদ বাহার, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, মোহব্বত আলী খান, অমল মিত্র, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ থানা ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031