কে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব : দীপংকর তালুকদার,বীর বাহাদুর না কুজেন্দ্র লাল ত্রিপুরা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ কে পাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব দীপংকর তালুকদার, বীর বাহাদুর না কুজেন্দ্র লাল ত্রিপুরা। এই নিয়ে চলছে তিন পার্বত্য জেলায় জোর আলোচনা। এই তিন পার্বত্য জেলায় নির্বাচনকে ঘিরে হাড্ডা হাড্ডি লড়াইয়ে তিন জেলায় জয় হয়েছেন রাঙ্গামাটি থেকে দীপংকর তালুকদার, বান্দরবান থেকে বীর বাহাদুর ও খাগড়াছড়ি থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা।
খাগড়াছড়ি ২৯৮ আসনে তৃতীয়বারের মতো আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন ২ লক্ষ ৩২ হাজার ৪৩ ভোট নির্বাচিত হয়েছে। রাঙ্গামাটি ২৯৯নং আসনে মহাজোট তথা আ’লীগের প্রার্থী দীপংকর তালুকদার ৪র্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারের একাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১লাখ ৫৯হাজার ২৮ ভোট পেয়ে বিজয়ী হন। বান্দরবান ৩০০ আসনে ষষ্ঠ বারের মতো নির্বাচিত বীর বাহাদুর উশৈসিং পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজীয় হন।
এর আগে তিনি ১৯৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব পালন করেছেন-পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক (টাস্কফোর্স) মন্ত্রণালয়ের দায়িত্ব। এরপর ২০০৮ সালে নির্বাচনে জিতে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
এবার ৪র্থবারের রাঙামাটি আসনে জিতে সংসদ সদস্য হয়ে মন্ত্রীত্ব পাওয়ার আশা জিইয়ে রেখেছেন পাহাড়ের অভিজ্ঞ রাজনীতিকবীদ দীপংকর তালুকদার।
অরদিকে বান্দরবান জেলায় মহাজোট তথা আ’লীগের প্রার্থী হয়ে ৬ষ্ঠবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর বাহাদূর ঊশৈসিং।
এর আগের তিনি ১৯৯১ সালে সংসদ সদস্য, ১৯৯৬ সালে সংসদ সদস্য, ২০০১ সালে সংসদ সদস্য, ২০০৮ সালে সংসদ সদস্য, ২০১৪ সালেও সংসদ সদস্য নির্বাচিত হন।
এর মধ্যে তিনি ২০০৮ সালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং সর্বশেষ ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রলালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন পাহাড়ের আ’লীগের হয়ে সফল এ সংসদ সদস্য।
এদিকে আ’লীগ সূত্রে জানা গেছে- আগামী ৩জানুয়ারী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০জানুয়ারী মন্ত্রী সভা গঠন করা হবে বলে জোর গুঞ্জর উঠেছে দলটির পক্ষ থেকে।
দলটির বিভিন্ন সূত্রে জানা গেছে- রাঙ্গামাটি আসনের দীপংকর তালুকদার এবং বান্দরবানের বীর বাহাদূর দু’জনেই জোর লবিং চালাচ্ছে মন্ত্রিত্ব বাগিয়ে নিতে। তবে দু’জনের মধ্যে কে কোন মন্ত্রীত্ব পাবে তা দেখার জন্য আরও অপেক্ষা করতে হবে বলে জানানো হয়।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031