দক্ষিণ সুনামগঞ্জে সংঘবদ্ধ গরুচোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

দক্ষিণ সুনামগঞ্জে বিশেষ অভিযানে সংঘবদ্ধ গরু চোর চক্রের ০৫ সদস্যকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায় গতকাল সোমবার ভোর রাতে দক্ষিণ সুনামগঞ্জ থানার সিচনী এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা করার সময় দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই মাজহারুল ইসলাম সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সংঘবদ্ধ গরু চোর চক্রের ০৫ সদস্যকে আটক করা হয়। আটকৃতরা হলো দক্ষিণ সুনামগঞ্জ থানার আস্তমা গ্রামের কমর আলীর ছেলে রফিকুল ইসলাম সুমন(২১), জগন্নাথপুর থানার জগন্নাথপুর গ্রামের সুন্দর আলীর ছেলে আব্দুছ ছোবান, ছাতক থানা এলাকার ভাঁতগাঁও গ্রামের গোলাম হোসেন হিরণের ছেলে মাহতাব উদ্দিন(২৮),একই গ্রামের মৃত আরজক আলী ছেলে দুলন মিয়া(৩২) ও সিলেটের বিশ^নাথ থানা এলাকার গন্ধারকাপন গ্রামের তফুর আলীর ছেলে নজরুল ইসলাম দুদু মিয়া(২৩)। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আটকৃত চোরেরা অত্র থানা এলাকার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করে।

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক(তদন্ত) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান আটকৃত চোরদের বিরুদ্ধে ছাতক,জগন্নাথপুর থানায় একাধিক চোরি ও ডাকাতি মামলা রয়েছে। চোরদের কোর্টে চালান দেয়া হয়েছে।

 

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31