রোয়াংছড়িতে বৌদ্ধদের মহা সাংগ্রাইং উৎসব পালন না করা মাইকিং

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে কেন্দ্রীয় জেতবন বিহারের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহা সাংগ্রাইং উৎসব (১লা বৈশাখ) অনুষ্ঠান পালন না করা মাইকিং করা হয়েছে। সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯, নোভেল করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত কর্মসূচির ও স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের অনুযায়ী বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ: উইচারিন্দা এর মহাথেরো নির্দেশনায় সামাজিক দূরত্বটা বজায় রাখতে ২০২০ সালে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে মহা সাংগ্রাইং বা বৈশাখী পূর্ণিমার উৎসব ও সামাজিক অনুষ্ঠান পালন না করা জন্য উপজেলা জুরে আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২০) দুপুর বেলা এসব মাইকিং করা হয়েছে। এর পাশাপাশি বিশ্ব শান্তির কামনায় যার যা অবস্থান থেকে এ মহামারী প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে প্রার্থনা করা আহ্বান জানান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930