
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশনের উদ্যোগে ব্যবসা প্রতিষ্টান খোলা বা বন্ধ রাখার বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১০মে (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে বনরূপা বিএম শপিং কমপ্লেক্স অফিসে ফেডারেশন সভাপতি হাজী জহির আহম্মদ সওদাগরের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ কামাল উদ্দীনের সঞ্চালনায় সভায় রিজার্ভ বাজার, তবলছড়ি, পুরাতন বাস স্টেশন, বনরূপা বিএম মার্কেট, এইচবি প্লাজা, কাটা পাহাড় লেইন, উত্তর বনরূপা বাজার, কলেজ গেইট, ভেদভেদি, ফার্নিচার এবং সেলুন মালিক সমিতির নেতৃবৃন্দরা দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্টান বন্ধ থাকায় ব্যবসায়ীদের বর্তমান অবস্থা প্রায় নিঃস্ব এবং বিশাল ক্ষতির মধ্য রয়েছেন বলে প্রত্যকেই নিজনিজ বক্তব্যে প্রকাশ করেছে।
বক্তারা বলেন, একদিকে আমাদের জীবন রক্ষায় সচেতনামুলক বিধিনিষেধ অন্যদিকে জীবিকার জন্যে আর্তনাদ। দোকান বন্ধ থাকলেও দোকান, ঘর ভাড়া, কর্মচারীদের বেতন খরচ বহনসহ পরিবারের ভরণপোষণ করতে হিমশিম খেতে হচ্ছে।
প্রতি নিয়ত বাড়ছে ব্যাংক ও এনজিও ঋনের বোজা। ঢাকা চট্টগ্রামের পার্টিদের বাকির আমদানি পরিশোধের তাগাদা। দোকানের স্টক পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা। এত বিপদের মধ্যেও ব্যবসায়ীরা ১০মে থেকে ব্যবসা খোলার আশা করলেও সম্প্রতি বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতি হঠাৎ আগামী ৩০ মে পর্যন্ত দোকান বন্ধ রাখার ঘোষনায় তারা হতাশ হয়ে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন। তারা দোকান খোলা রাখার জোর আগ্রহ প্রকাশ করে মতামত তুলে ধরেন ।
নেতৃবৃন্দ এবং বক্তাদের মধ্যে সার্বিক আলোচনায় দোকান খোলার ক্ষেত্রে বানিজ্য মন্ত্রনালয় এবং পুলিশ প্রশাসনের বিধিনিষেধ মেনে দোকান খোলা রাখার ক্ষেত্রে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের জরিমানা দিতে হবে এমন আশঙ্কা করে বলেন, যতগুলি বিধিনিষেধ তা মানা প্রায় অসম্ভব। সারাদিনে যা বিক্রি হবে তা যদি জরিমানা দিতে হয় তাহলে আরো ক্ষতির মুখে পড়তে হবে।
এসময় বক্তারা সরকারি ঘোষিত প্রণোদনা হইতে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দেয়া এবং দোকান খোলার ক্ষেত্রে বানিজ্য মন্ত্রনালয় এবং পুলিশ প্রশাসনের বিধিনিষেধ শীতিল করার দাবী জানান।
এরই আলোকে সভায় সকলের আলোচনা ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয় যে, ১) আগামী বিশ রমজান পর্যন্ত মার্কেটসহ সকল প্রকার দোকান বন্ধ রাখা হবে। (মুদি, ঔষধ ও কাচামালসহ সরকারী ভাবে যেসব খোলা রাখার অনুমতি আছে সেসব দোকান ব্যাতিত)।
২) বিশ রমজানের পর ব্যবসা প্রতিষ্টান বন্ধ বা খোলা রাখার বিষয়ে শর্ত শীতিল এবং দোকান বন্ধের কারণে ক্ষতি ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সাথে আলোচনার জন্যে ২১ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়।
৩) উপ-কমিটি জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের সাথে বানিজ্য মন্ত্রনালয় এবং পুলিশ প্রশাসন হইতে শর্তসাপেক্ষে দোকান খোলা রাখার বিষয়ে প্রচারিত বিধিনিষেধ/ নিয়মকানুন বিষয়ে এবং দীর্ঘদিন দোকান বন্ধের কারণে দোকান ভাড়াসহ যাবতীয় ক্ষতি পুরণে সরকারি সহযোগীতা সংক্রান্ত আলোচনা করবে। ৪) উপ-কমিটি বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের প্রচারিত ৩০মে পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত বিষয়ে আজকের মিটিং এ ব্যবসায়ীদের মতামতসহ বন্ধ/ খোলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি, ফেডারেশনের সভাপতি হাজী জহির আহম্মদ এবং তবলছড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, ফেডারেশনের সহ-সভাপতি আনোয়ার মিয়া বানু এবং রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ফেডারেশনের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, রাঙ্গামাটি ফার্নিচার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ফেডারেশনের সহ-সভাপতি মোঃ আব্দুল শুক্কুর, পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ ইউসুফ, উত্তর বনরূপা বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি ফেডারেশনের সহ-সভাপতি স্নেহাসিশ চাকমা, উত্তর বনরূপা বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক ফেডারেশনের যুগ্ম সম্পাদক শিপন তালুকদার, ভেদভেদি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, ফেডারেশনের সহ-সভাপতি আজগর আলী, ভেদভেদি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক, ফেডারেশনের যুগ্ম সম্পাদক নরেশ মজুমদার, রাঙ্গামাটি সেলুন মালিক সমিতির সভাপতি, ফেডারেশনের সহ-সভাপতি রিপন শিল, রাঙ্গামাটি রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ নেকাব্বর হোসেন, কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক, ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ মবিন, বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ্ব আজগর আলী, বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, ফেডারেশনের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এমএস জাহান লিটন, বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি, ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দীন, বিএম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি নেমাজ উদ্দিন মানিক, বিএম শপিং কমপ্লেক্সের বিশিষ্ট ব্যবসায়ী ফেডারেশনের সদস্য হাজী আব্দুল কাদের, বিএম শপিং কমপ্লেক্সে ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ফেডারেশনের সদস্য মোঃ রাশেদ, বিএম শপিং কমপ্লেক্সের বিশিষ্ট ব্যবসায়ী ফেডারেশনের সদস্য হাজী নুরুল আলম, বিএম শপিং কমপ্লেক্সের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক, বিএম শপিং কমপ্লেক্সের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াছ, বনরূপা কাটাপাহাড় ব্যবসায়ী সমিতির সভাপতি, ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মোকারম শাহ, বনরূপার বিশিষ্ট ব্যবসায়ী, ফেডারেশন সদস্য হাজী মোঃ আক্তার, বনরূপা এইচবি প্লাজার বিশিষ্ট ব্যবসায়ী ফেডারেশন সদস্য মোঃ ফোরকান প্রমুখ।