বোলিং নিয়ে চিন্তার কোনো কারণ নেই: মাশরাফি

আজ শনিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের বোলিংটা ভালো হয়নি।
তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন উইকেট শুণ্য অন্যদিকে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান করেছেন খরুচে বোলিং।
তাই ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে বোলিং কিছুটা ভাবাচ্ছেই বাংলাদেশ দলকে। তবে টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন বোলিং নিয়ে ভাবার কোনো কারণ নেই।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক বলেন, “আমি মনে করি, আমাদের বোলিং ঠিক আছে। উইকেট খুব ভালো ছিল। আগে ব্যাটিং করলে ওই উইকেটে তিনশ রান পাওয়া খুবই সহজ।”
ডাম্বুলায় সিরিজের প্রথম দুই ম্যাচেই স্বাগতিকরা অল আউট হয়েছে টাইগারদের কাছে। প্রথম ম্যাচে ২৩৪ রান করে অল আউট হয়ে সিরিজের প্রথম ম্যাচেই হারের স্বাদ নেয় লঙ্কানরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেও শেষ ওভারে টাইগার পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত হ্যাটট্রিকে আবারো অল আউট হয় উপুল থারাঙ্গার দল। এবার স্কোর বোর্ডে রান তোলে ৩১১।
টস নিয়ে ভাবছেন না মাশরাফি। আগে বল করলেও তিনশোর নিচে লঙ্কানদের বেঁধে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক। সেক্ষেত্রে ব্যাটসম্যানরাও নিশ্চিন্তে ব্যাট করতে পারবেন।
এই প্রসঙ্গে মাশরাফি বলেন, “এটা ভালো উইকেট, শুনেছি ২৭০/২৮০ এখানে গড় স্কোর। আমি চাইবো যেন তিনশ রানের নিচে লক্ষ্য রাখতে পারি আমরা। তাহলে হয়তো ব্যাটসম্যানদের জন্য একটু সহজ হবে কাজটা।”
সিরিজ বাঁচাতে সিরিজের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিক শ্রীলঙ্কার। অন্যদিকে টাইগারদের হাতছানি দিচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়। পরিস্থিতি বিবেচনায় বলাই যাচ্ছে লড়াইটা হতে চলেছে সমানে সমানে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031