প্রেমিকের সামনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিকার মৃত্যু

 

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমিকের সামনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পড়ে হনুফা নামের এক মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, শুক্রবার সকাল দশটার দিকে বঙ্গবন্ধু সেতু রেল সংযোগ সড়কের মির্জাপুর পৌর এলাকার বাওয়ার কুমারজানী পুর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রেমিক মাসুদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আটক প্রেমিক মাসুদ (২৬) ওই উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। প্রেমিকা হনুফা (২০) এর বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে প্রেমিকার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হনুফা মির্জাপুরের গোড়াই এলাকায় বসবাস করতো। মোবাইল ফোনে মাসুদের সঙ্গে যোগাযোগের পর প্রেমের সম্পর্ক গড়ে উঠে তাদের। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে রুপ নেয়। মেয়েটি একসময় বিয়ের কথা বললে প্রেমিক মাসুদ বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এসব নিয়ে প্রেমিক প্রেমিকার বাগবিতন্ডার এক পর্যায়ে শুক্রবার সকালে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেন প্রেমিকা।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মো. মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জিঙ্গাসাবাদের পর আরো বিস্তারিত জানা যাবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30