অদম্য ২০০৫ এর ব্যতিক্রমী উদ্যোগ : মিরসরাইয়ে বজ্রপাত ঠেকাতে রাস্তায় লাগনো হলো ৫শ তালের আটি

মিরসরাই ( চট্টগ্রাম) সংবাদদাতা : সাম্প্রতিক সময়ে বেড়েছে বজ্্রপাতের ঘটনা। এর এই বজ্রপাতের কারনেই অকালে প্রান যাচ্ছে হাজার হাজার মানুষের। প্রাকৃতিক এই দূর্যোগ মোকাবেলায় মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য ২০০৫ এর উদ্যোগে নেয়া হয়েছে বিশেষ কর্মসূচী। এই কর্মসূচীর আওতায় বৃহষ্পতিবার ( ৭ সেপ্টেম্বর) একদিনেই উপজেলার কাটাছরা ইউনিয়নের বিভিন্ন সড়কে রোপন করে ৫০০ তালের আটি। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রামে উক্ত কর্মসূচি মাসব্যাপী চলমান রাখবে বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।
‘একটি করে তালগাছ, কমাবে বর্জ্রপাত’ এই স্লোগানকে সামনে রেখে অদম্য-২০০৫ এর আয়োজন এবং অদম্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন ব্যবস্থাপনায় উক্ত কর্মসুচি উদ্বোধনের পূর্বে উপজেলার কাটাছড়া ইউনিয়নের বাডীয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় অদম্য-২০০৫ এর সভাপতি এনামুল হক সভাপতিত্বে এবং সংগঠনের অর্থসম্পাদক মঞ্জুর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলার কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ । এসময় তিনি তাঁর বক্তব্য প্রদানকালে বলেন গত কয়েক বছরে সারাদেশে যে হারে বর্জ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে তা সত্যিই উদ্বেগজনক। পরিবেশ বিজ্ঞানী ও কৃষি বিজ্ঞানীদের মতে তাল গাছের বর্জ্রপাতে ক্ষতি কমানোর সক্ষমতা সবচেয়ে বেশী। তাই এই তালগাছ রোপনের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে ও বক্তব্য প্রদান করেন তাঁল গাঁছ নিয়ে উদ্বুদ্ধকরন রিপোর্ট লিখা সাংবাদিক মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ। তিনি তাঁর বক্তব্যে অদম্য ২০০৫ এর এমন অদম্য উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সংগঠনের সকল সদস্য ও কর্মকর্তাগনের প্রকৃতি ও দেশ প্রেমের এমন উজ্বল দৃষ্টান্তের জন্য সবাইকে সাধুবাদ জানান তিনি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930