পার্বত্য অঞ্চলের লেখিকা শোভা রানী ত্রিপুরা পদক পেলেন

॥ নিজস্ব প্রতিবেদক ॥ নারী উন্নয়ন ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ৫ নারীকে বেগম রোকেয়া পদক-২০১৭ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্বত্য অঞ্চলের লেখিকা শোভা রানী ত্রিপুরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক গ্রহণ করেছেন।
শোভা রানী ত্রিপুরা দীর্ঘ বছর ধরে পার্বত্য অঞ্চলের একজন কবি হিসাবে বিচরণ করছে। তিনি পার্বত্য অঞ্চলের প্রথম সংবাদপত্র সাপ্তাহিক বনভূমির একজন গুনী লেখিকা হিসাবে পরিচিত ছিলো। সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদের অপর একটি দৈনিক পত্রিকা দৈনিক গিরিদর্পণ পত্রিকায় যার অসংখ্য লেখা ও কবিতা ছাপা হয়েছে। যার হাত ধরেই তিনি আজ পার্বত্য অঞ্চলের একজন কবি হিসাবে পরিচিত লাভ করেছেন।
২০১৭ সালের বেগম রোকেয়া পদকপ্রাপ্তরা হলেন- মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, লেখিকা শোভা রাণী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রতœা, চিকিৎসক ব্রি.জে (অব) সুরাইয়া রহমান এবং সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরোণত্তর)।
শনিবার সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী এ পদক প্রদান করেন। এ সময় আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930