মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের যাত্রা শুরু

॥ নিজস্ব প্রতিবেদক ॥ শিক্ষার্থীদের হাতে মুল্যবান সম্পদ শিক্ষা উপকরণ তুলে দিয়ে যাত্রা শুরু করলো রাঙ্গামাটির শিক্ষানুরাগী মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের। গতকাল রাঙ্গামাটি শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে স্কুল ব্যাগ ও খাতা কলম তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। মরহুম হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য অঞ্চলের চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ, শহীদ আব্দুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হাজী নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন রাঙ্গামাটি প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল, শিক্ষানুরাগী মোঃ শাওয়াল উদ্দিন, ছাত্রলীগ রাঙ্গামাটি কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজী আব্দুল বারী মাতব্বর ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার জন্য একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। এই ফাউন্ডেশনের যে উদ্যোগ তা মানুষের মনে দাগ কাটবে বলে তিনি আশা প্রকাশ করেন। ফাউন্ডেশনের ভালো কাজ গুলোকে আমাদের সকলকে এগিয়ে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ বলেন, হাজী আব্দুল বারী মাতব্বর ছিলেন রাঙ্গামাটির একটি প্রবীন শিক্ষানুরাগী। তার হাত ধরেই শহীদ আব্দুল আলী আজ অনেক দুর এগিয়ে গেছে। শহীদ আব্দুল আলী একাডেমীর স্কুল কার্যক্রম চালু থাকলেও কলেজের কার্যক্রম চালু না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, হাজী আব্দুল বারী মাতব্বরের স্বপ্নে গড়া এই স্কুল আগামী দিনে পার্বত্য অঞ্চলের সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন।
পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও বই খাতা ও কলম তুলে দেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031