আগামী নির্বাচনে জনসংহতি সমিতিকে অবৈধ অস্ত্র ও পেশী শক্তি দিয়ে জয়ী হওয়ার সুযোগ দেয়া হবেনা—দীপংকর তালুকদার

\ পুলিন বিহারী চাকমা, বরকল \ র্পাবত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, দলীয় কর্মীদের মধ্যে মতবিরোধ ও সাংগঠনিক দুর্বলতার সুযোগে গেল ২০১৪ সালে সাধারন নির্বাচনে জনসংহতি সমিতি (জেএসএস) অবৈধ অস্ত্র ও পেশী শক্তির মাধ্যমে ভোট ডাকাতি করে বিজয়ী হয়েছিল। আগামী নির্বাচনে সেই সুযোগ দেয়া হবেনা। আওয়ামীলীগ অন্য যে কোন সময়ের চাইতে বর্তমানে শক্তিশালী ও সংগঠিত। জনসংহতি সমিতির সকল ষড়যন্ত্র প্রতিহত করে সামনের নির্বাচনে নৌকার প্রতীকে বিজয় নিশ্চিত করতে হবে।
সোমবার (১৯ মার্চ) বরকল উপজেলা সদরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী ও বরকল উপজেলা আওয়ামীলীগের নতুন অফিস ঘর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যই সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সদস্য সুবীর কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের যগ্ন সাধারন সম্পাদক সন্তোষ কুমার চাকমা, উপজেলা আওয়ামীলিগের সহ সভাপতি প্রভাত কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মহারাজ আইমাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নের্তৃবৃন্দ সহ ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930