বাঘাইছড়িতে ইউপি মেম্বারসহ তিনজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা

রাঙামাটির বাঘাইছড়িতে ইউপি মেম্বারসহ তিনজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃতরা হলেন- বাঘাইছড়ি ১নং ওয়ার্ড ইউপি মেম্বার সমীরণ চাকমা (৪২), অবসর প্রাপ্ত প্রাথমিক শিক্ষক পূর্ন কিশোর চাকমা (৬০), ও মেরিন চাকমা (৫৫)।

শনিবার ভোররাতে বাঘাইছড়ি উপজেলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো উপজেলায় উৎকন্ঠা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাঘাইছড়ি উপজেলায় হঠাৎ হানা দেয় একদল সশস্ত্র সন্ত্রাসী। প্রথমে বাঘাইছড়ি উপজেলার জীবতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সমীরণ চাকমাকে তার বাড়ি থেকে অস্ত্রের মুখে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসরি গ্রুপটি। একই সময় উপজেলার উগলছড়ি গাওেমর মরঘুনাছড়া লিচু বাগান এলাকা থেকে পূর্ণ কিশোর চাকমা তুলে নিয়ে যায় ওই সশস্ত্র দলটি। পরে
মদ্যোম বাঘাইছড়ি গ্রাম থেকে তুলে নিয়ে যায় মেরিন চাকমাকে। এ ঘটনার পর এখনো তাদের কোনো খোঁজখবর পাওয়া যায়নি বলে দাবি তাদের স্বজনদের।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থানার ভারপাপ্ত কর্মকর্তা ওসি এম এ মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণের বিষয়টি লোকমুখে শুনেছি। এ বিষয়ে তদন্ত করতে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে গেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে এখনো পর্যন্ত অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। তাই কারা এ অহরণের সাথে জড়িত সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930