প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন সিটি মেয়

চট্টগ্রাম ব্যুরো :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনসচেতনতার অভাবে এবং অভ্যাসগত উদাসীনতার প্রভাবে পরিস্থিতি ক্রম অবনতি ঘটলে সরকার জনস্বার্থে জিরো টলারেন্স নীতিঅবলম্বনে বাধ্য হবে। লক্ষ্যনীয় যে, লক ডাউন চলাকালীন নির্দেশিত শর্তগুলো পালনে উদ্বেগজনক শৈথিল্য থেকে একটাই অভিজ্ঞতা হলো উদারতাই হরো দুর্বলতা। তাই আমরা এই ভুল আর করতে চাই না। আমরা শুধু ত্রান দিয়ে নয়, জীবন-জীবিকার সমন্বয়ে জনসক্ষমতা ফেরাতে চাই- এটাই হরো দুর্যোগ মোকাবেলায় সচচেয়ে ইতিবাচক জনকল্যাণ মুখী উদ্যোগ। আজ মঙ্গলবার বিকালে নগরীতে বিভিন্ন সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার সামগ্রী বিতরণকালে মেয়র এসব কথা বলেন। এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম ও মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।
নির্মাণ শ্রমিক ইউনিয়ন : পলোগ্রাউন্ড সংলগ্ন স্কুল মাঠে সাড়ে ৪শত দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ, তাজুল ইসলাম, মো. রহিম, মো. ফারুক, মো. হারুন উপস্থিত ছিলেন। অটো রিক্সা, অটো টেম্পো শ্রমিক লীগ : পাহাড়তলীস্থ ডিটি রোড বার কোয়াটারে সাড়ে ৫শত অটো রিক্সা চালকক পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে কাউন্সিলর সাবের আহমদ সওদাগর, যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, মোহাম্মদ জাবেদ, আলী আজম বাবলু, সুমন, রবিউল ইসলাম ইকু, প্রমূখ উপস্থিত ছিলেন । বাকলিয়া থানা হকার্স লীগ : কল্পলোক আবাসিক, ১ নং রোড়, মডেল মসজিদ সংলগ্ন মাঠে ২৫০ দুঃস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ কালে সভাপতি মোহাম্মদ এরশাদ, মো. আবদুল সালাম, উজ্জ্বল বিশ্বাস, নজরুল ইসলাম খোকন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের স্মরণে র‌্যালি ও দোয়া জুলাই এর গণঅভূত্থানে ছাত্র জনতার রক্তদান এবং অসংখ্যজনের পঙ্গুত্ব বরণের মধ্যদিয়ে আমরা নতুন দেশ পেলাম —–প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031