পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

বান্দরবান প্রতিনিধি ॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির নির্দেশনায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রোটারিয়ান কাজল কান্তি দাশ এর বাস্তবায়নে বান্দরবান পৌর এলাকায় ১৫ দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রোটারিয়ান কাজল কান্তি দাশ এর বাস্তবায়নে বান্দরবান পৌর এলাকায় ১৫ দিন ব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা,ব্লিসিং পাউডার মিশ্রিত জীবানুনাশক পানি ছিটানো, মশক নিধন স্প্রে, গরীব রোগীদের চলমান অক্সিজেন সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, অতিরিক্তি জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, সদস্য মোজ্জাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ বান্দরবান জেলা আওয়ামী লীগের এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাই প্রত্যেক ব্যক্তিকে তার নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বান্দরবান একটি পর্যটন এলাকা, এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন পর্যটক ভ্রমণ করতে আসে, তাই আমাদের সকলেই উচিত এই পর্যটন শহরকে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এসময় তিনি আরো বলেন, করোনার সময় কাল থেকে বান্দরবানে কাজল কান্তি দাশের ব্যক্তিগত উদ্যোগে অনেক কার্যক্রম পরিচালনা করে আসছেন। আজও তার নেতৃত্বে বান্দরবান পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্লিসিং পাউডার মিশ্রিত জীবানুনাশক পানি ছিটানো, মশক নিধন স্প্রে সহ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন। এভাবে সকলে যদি নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সুন্দর এবং পরিচ্ছন্ন একটি শহরে পরিণত হবে বান্দরবান জেলা। এসময় কর্মসূচী উদ্বোধন করার মধ্যে দিয়ে বান্দরবান বাজারের বিভিন্ন অলি-গলি পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং ব্লিসিং পাউডার মিশ্রিত জীবানুনাশক পানি ছিটানো, মশক নিধন স্প্রে করা হয় এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য রোটারিয়ান কাজল কান্তি দাশ ব্যক্তিগত উদ্যোগে বান্দরবান পৌর এলাকার ময়লা আর্বজনা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তিনটি ভ্যান গাড়ি প্রদান করা হয়। পরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রলণালয় কর্তৃক প্রদানকৃত রোড রোলারের চাবি বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীর কাছে হস্তান্তর করেন পার্বত্য মন্ত্রী।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031