বঙ্গবন্ধুর শিশুকাল ও কর্মময় জীবনের প্রেক্ষাপট বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে —-দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। সকালে রাঙ্গামাটি বঙ্গবন্ধু মুর ্যালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষে সদস্য সবির কুমার চাকমা ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে।
দীপংকর তালুকদার এমপি বলেন, পাকিস্তানি শোষণ কালে জাতির পিতার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন ও জাতির পিতার শিশুকাল ও কর্মময় জীবনের প্রেক্ষাপট বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একজন শিশু যদি নিজের জীবন গড়তে চায় তাহলে জাতির পিতার জীবনী সঠিক ভাবে অনুসরণ করলে তার জীবন গড়ার পথে কোন বাধা আসতে পারে না।
বক্তারা আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন বাস্তবে পরিণত করার লক্ষ্যে দেশকে ভালোবেসে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930