সন্ত্রাসী ও চাঁদাবাজি যেই হোক কাউকে ছাড় দেয়া হবেনা ——–লে: কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি

সন্ত্রাসী ও চাঁদাবাজি যেই হোক কাউকে ছাড় দেয়া হবেনা
——–লে: কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি
॥ মোহাম্মদ আবু তৈয়ব, খাগড়াছড়ি ॥  সন্ত্রাসী ও চাঁদাবাজ কাউকে ছাড় দেয়া হবে না উল্লেখ  করে ১৭ ফিল্ড রেজি: আর্টিলারীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি যেকোন ধরনের সন্ত্রাসী তৎপরতা বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সবসময়ই তৎপর রয়েছে উল্লেখ করে বলেছেন, কোন ধরনের সন্ত্রাসী তৎপরতাক ছাড় দেয়া হবেনা জানিয়ে তিনি বলেছেন, চাঁদা নেয়া যেমন অপরাধ তেমনি চাঁদা দেয়াও অপরাধ। চাঁদা প্রদানকারী ব্যাক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী শামশের উদ্দিন পিএসসি পিএসসি উপরোক্ত কথাগুলো বলেছেন।
উক্ত মতবিনিময় সভায় মাটিরঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: এমরান হোসেন, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম ও অভ্যা মৌজার হেডম্যান ললিত বিকাশ ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্টাফ অফিসার ক্যাপ্টেন মো: তানজিম হোসাইন, ৭আনসার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো: মনির আহমেদ, মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা ডেগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জ অফিসার মো: মোশাররফ হোসেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সব্যসাচী নাথ রুবেল ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, সাংবাদিক, শিক্ষক প্রতিনিধি ও গন্যামন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031