লংগদুতে মহিলা আ.লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পাহাড়ে অবৈধ অস্ত্রের রাজনীতি বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে —– দীপংকর তালুকদার আগামী নির্বাচনে লংগদুর নারীরা স্বতর্স্পূত ভাবে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনবে —- ফিরোজা বেগম চিনু

লংগদুতে মহিলা আ.লীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
পাহাড়ে অবৈধ অস্ত্রের রাজনীতি বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে
—– দীপংকর তালুকদার
আগামী নির্বাচনে লংগদুর নারীরা স্বতর্স্পূত ভাবে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনবে
—- ফিরোজা বেগম চিনু
॥ লংগদু প্রতিনিধি  ॥  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার বলেছেন, পাহাড়ে কিছু অস্ত্রধারী ন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের মুখে দিয়ে সাধারণ পাহাড়ী বাঙ্গালীদের জিম্মি করে এলাকায় অশান্তি সৃষ্ঠি করছে। এসব অবৈধ অস্ত্র উদ্ধারের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে। তিনিি পাহাড়ে অবৈধ অস্ত্রের রাজনীতি বন্ধে সকলের সহযোগিতা কামনা করেছেন।
তিনি বলেন, সন্ত্রাসীদের কর্মকান্ডে বিরুদ্ধে সাধারণ জনগন কেউ মুখ খুলতে চায়না। তবে কিছু কিছু সচেতন লোকজন অস্ত্রবাজিদের জিম্মি দশা থেকে বের হয়ে আসছে। তিনি অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
মঙ্গলবার, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এআহবান জানান।
উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তানিয়া আফরোজ হাওয়া এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি পৌর আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও রাঙ্গামটি জেলা পরিষদের সদস্য মনোয়ারা আক্তার জাহান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আ.লীগের সদস্য ইউসুফ আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, উপজেলা আ.লীগের সহ সভাপতি মোঃ সেলিম,  উপজেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা আঞ্জুম আরা মুন্নি, সাংগঠনিক সম্পাদিকা ফাতেমা জিন্নাহ প্রমুখ।
দীপংকর তালুকদার প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, আওয়ামীলীগ কথায় এবং কাজে বিশ্বাসী। যেখানে একবার কথা দেয় সেটা রক্ষা করে। নির্বাচনে রাঙ্গামাটিতে আওয়ামীলীগ হারলেও উন্নয়নের কর্মকান্ড থেমে থাকেনি। কিন্তু অন্যরা জিতলেও উন্নয়নতো দূরের কথা এলাকায় পর্যন্ত আসেনা না।
তিনি বলেন, চব্বিশ বছর আগে লংগদুতে সাংগঠনিক সফরে এসে দলের জন্য উঠান বৈঠক করা কঠিন ছিল। আজ সেই প্রেক্ষাপট নেই। এখন সমাবেশে মহিলাদের জায়গা সংকুলান হচ্ছেনা। এটা সম্ভব হয়েছে আ.লীগ উন্নয়নের কাজ করে যাচ্ছে বলে।
তিনি বলেন, লংগদুতে নৌকা পালের হাওয়া লেগেছে তাইতো ইউপি নির্বাচনে পাঁচটিতে আমরা জয় পেয়েছি। অতছ এই উপজেলা ছিলো বিএনপির ঘাটি। আপনাদের মধ্যে সতস্ফুর্ত সাড়া দেখে আমি আশান্বিত যে আগামীতে নৌকা প্রতিক নিয়ে সংসদে যেতে পারবো।
সংসদ সদস্য ও রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফিরোজা বেগম চিনু বলেন,  নারীরা অনেক অগ্রসর হয়েছে। তারা আর পিছিয়ে নেই। জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নের ব্যাপরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, নারীদের আইনগত সহায়তা সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ার ফলে নারীরা আজ, সামাজিক উন্নয়নে নারীদের উন্নয়ন ছাড়াও সংসদ সদস্য এবং বিভিন্ন চাকুরী ক্ষেত্রে নারীদের সমান ভাবে সুযোগ দেয়া হচ্ছে। তিনি বলেন, নারীরা আজ ঘরে বসে নেই। তারা অনেক ভাবে আজ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনে নারীরা যাতে ঘরে বসে না থেকে স্বতর্স্পূত ভাবে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি বলেন, লংগদু উপজেলার সমাবেশ দেখে বোঝা যায় এই উপজেলায় নারীদের মনে নৌকার যথেষ্ট সারা জাগিয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930