খাগড়াছড়ি পানছড়িতে হেডম্যান ও কার্বারী সম্মেলন অনুষ্ঠিত,
পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে সকল উন্নয়নে
সেনাবাহিনী সার্বিক সহযোগিতা দিবে
—-জোন কমান্ড জি.এম.সোহাগ
॥ মোহাম্মদ আবু তৈয়ব, পানছড়ি থেকে ফিরে ॥ খাগড়াছড়ি জেলার পানছড়িতে হেডম্যান ও কার্বারীদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন দুর-দরান্ত থেকে আসা হেডম্যান কার্বারী সম্মেলনের আয়োজক ছিল পানছড়ি আর্মি জোন। খাগড়াছড়ি জোনের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার বেলা ১টা থেকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতব্য সম্মেলনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি ১৪ ই বেঙ্গলের জোন অধিনায়ক লে: কর্ণেল জি.এম সোহাগ,উপ-অধিনায়ক মেজর শুভ ইসলাম, পানছড়ি সাব জোন অধিনায়ক মেজর রফিকুল ইসলামের খাগড়াছড়ি জোনের ক্যাপ্টেন সাইদ জোবায়েদ ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক। অতিথিরা বলেন, আমরা আপনাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একে অপরকে চিনতে ও জানতে পেরেছি। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুণ তবেই আমাদের সমাজ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে। হেডম্যান অরুণজয় রোয়াজা ও চাইয়ং মারমা বলেন, এই শান্তি ও সম্প্রীতির সম্মেলনে উপস্থিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সবাই মিলে মিশে কাজ করব। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কার্বারীরা নিজেদের এলাকার সমস্যাদির অনেক কথা তুলে ধরেন। খাগড়াছড়ি ১৪ ই বেঙ্গলের জোন অধিনায়ক বিভিন্ন মৌজা প্রধানদের নিজ এলাকার জন্য ফুটবল এবং স্থানীয় খেলোয়াড়দের মাঝে ক্রিকেট সামগ্রী বিতরণ করে।
একই দিন সকাল ১০টা থেকে অতিথিরা পানছড়ি ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সভা করে। খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীতে অফিসার পদে যোগদান উদ্ভুদ্ধকরণ বিষয় সভায় জোন কমান্ডার জি.এম. সোহাগ আরো বলেছেন পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে সবসময় আপনাদের পাশে থাকবে। উন্নয়ন সম্ভব হবে।