রাঙ্গামাটিতে অনুষ্ঠিত যক্ষ্মা রোগ প্রতিরোধ বিষয়ক এক মত বিনিময় সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ পার্বত্য জেলা রাঙ্গামাটিতে অনুষ্ঠিত যক্ষ্মা রোগ  প্রতিরোধ বিষয়ক এক মত বিনিময় সভায় আনানো হয়েছে বাংলাদেশে বছর প্রতি প্রতি লাখে নতুন ভাবে ২২৭ জন যক্ষায় আক্রান্ত হচ্ছেন । এর মধ্যে যক্ষায় আক্রান্ত হয়ে প্রতি বছর মৃত্যু হচ্ছে ৫১ জনের ।  কফে জীবানুযুক্ত নতুন রোগীর মধ্যে চিকিৎসার মাধ্যমে শতকরা ৯৪ ভাগ রোগী আরোগ্য লাভ করছে।
রবিবার বিকালে স্বাস্থ্য বিভাগ ও জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাব আয়োজিত যক্ষা রোগ নিয়ন্ত্রনে সাংস্কৃকি কমৃীদের ভূমিকা শীর্ষক এই মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার। প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক এ কে এম মকছুদ আহমেদের সভাপেিতত্ব অনুষ্ঠিত মত বিনিময় সভায়  বক্তব্য রাখেন নাটাবের রাঙ্গামাটি জেলার সম্পাদক হাজী মোঃ শাহজাহান মজুমদার, রাঙ্গামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামাল , ব্র্যাকের জেলা স্বাস্থ্য সমন্বয়কারী এম এ জামান  এবং স্বাস্থ্য বিভাগের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মোসলেম উদ্দিন।
মত বিনিময় সভায় জানানো হয় যক্ষা একটি বাহু বাহিত সংক্রামক রোগ হলেও এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার আওতায় এনে পূর্ণমাত্রায় চিকিৎসা প্রদান করা গেলে রোগীর সুস্থ্য হওয়ার সম্ভাবনা শতভাগ। সরকার এই রোগ নিরুপন এবং চিকিৎসার সকল খরচ বিনামূল্যে প্রদান করছেন।  ফুসফুসে আক্রান্ত যক্ষা রোগীদের চিকিৎসার আওতায় আনা না গেলে তার মাধ্যমে অন্যান্য সুস্থ্য রোগীরা এই রোগে আক্রান্ত হতে পারেন।
রাঙ্গামাটির সাংস্কৃতিক পরিমন্ডলের বিভিন্ন শাখর ৩০ জন শিল্পী ও সংগঠক মত বিনিময় সভায় অংশ নেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031