চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  পাঁচ দশক সুবর্ণজয়ন্তী উদ্যাপনে সংবাদ সম্মেলন সম্পন্ন

চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ দশক সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন চট্টগ্রাম প্রেসক্লাব আবদুল খালেদ মিলনায়তনে আজ ১৬ মার্চ’১৭ইং সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে ফারহানা ইদ্রিছ বলেন, প্রাকৃতিক সৌন্দর্য্যরে লীলাভূমি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান। কোলাহল মুক্ত শান্ত শ্যামল ছায়া সুনিবিড় পরিবেশে যুগের প্রয়োজন মেটাবার প্রয়াসে ১৯৬৭ সালের ১৩ মার্চ যাত্রা শুরু করে নারী শিক্ষায় অগ্রণী- এই বিদ্যায়তন। ২০১৭ সালে এই প্রতিষ্ঠানটি গৌরবের পাঁচ দশক অতিক্রম করছে। সুদীর্ঘ পথ পরিক্রমায় এ বিদ্যালয় তার ছন্দময় গতিময়তা হারায়নি এবং রচনা করে চলেছে গৌরবময় অধ্যায়-শ্রেষ্ঠত্বের ইতিহাস। গৌরবোজ্জ্বল এই পথচলায় প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে আজ অবধি ৩ বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে। বোর্ডের ফলাফল, সহ শিক্ষা কার্যক্রম ও বহুমুখী সৃজনশীল কর্মকান্ডের মধ্য দিয়ে সম্মান ও গৌরব অক্ষুন্ন রেখেছে। সাফল্যের ধারাবাহিকতায় গুটি গুটি পায়ে সময় ঘনিয়ে এসেছে আমাদের প্রাণপ্রিয় শিক্ষাঙ্গণের সুবর্ণজয়ন্তী উদ্যাপনের ক্ষণ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমরা এই প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের আয়োজনে আগামী ২৩ ও ২৪ মার্চ ২০১৭ইং স্বর্ণোজ্জ্বল সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন করতে যাচ্ছি। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের মাননীয় মেয়র আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। একই সাথে সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রকাশিথ স্মরণিকা ‘স্বর্ণালী’র মোড়ক উন্মোচন করবেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসন মো: শামসুল আরেফীন এবং পুলিশ কমিশনার ইকবাল বাহার। আমন্ত্রি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম এবং সম্মানিত ওয়ার্ড কমিশনারগণ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেজিয়া বেগম, কোহিনুর রহমান আশা, রাজিয়া সুলতানা, নাসরিন সুলতানা, ডাঃ অনিন্দিতা চৌধুরী, জান্নাতুল ফেরদৌস টিনা, কানিজ ফাতেমা, সামিনা আফরোজ, ফারজানা ইসলাম, নুশরাত জাহান স্নিগ্ধ, জান্নাতুল ফেরদৌস আঁখি প্রমুখ।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031