পাহাড়ের প্রতিটি সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রীর অন্তরে ঠাঁই করে নিয়েছে– ফিরোজা বেগম চিনু

॥ নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনার অন্তরে পাহাড়ের প্রতিটি সম্প্রদায়ের মানুষ ঠাই করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। তিনি বলেন, পাহাড়ের যে কোন সমস্যা তর দৃষ্টি গোচর হলেই তা সাথে সাথে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। পাহড়ের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর অকৃত্রিম ভালোবাসা আরো অটুট রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
গতকাল ২৬ জুলাই রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউট এ ২০১৮-১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন, রাঙ্গামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান ও বিএম এর প্রতিষ্টাতা সদস্য কাজী নজরুল ইসলাম, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স সভাপতি হাজী বেলায়েত হোসেন বেলাল, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রনতোষ মল্লিক প্রমূখ।
অনুষ্টানে ফুল দিয়ে বর্তমান শিক্ষাবর্ষের ভর্তি হওয়া ১৪১জন ছাত্র/ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ ছাড়া ২য় বর্ষের ১৫০জন ছাত্র/ছাত্রীরাও অনুষ্টানে অংশ গ্রহণ করে।
প্রধান অথিতির বক্তব্যে এমপি চিনু বলেন, শেখ হাসিনার ডিজিটাল, বাংলাদেশের জন্য আর্শিবাদ। পার্বত্যাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর ভালবাসা অকৃত্রিম, পাহাড়ের কল্যাণে কোন কিছু তাহার দৃষ্টিগোচর হলে তিনি তাড়াতাড়ি তা সম্পাদন করে দেন।
পাহাড় তথা বাংলাদেশের উন্নয়ন,বহিঃবিশ্বে দেশকে অনন্য সম্মানের আসনে আসীন করা ও বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নত করা এবং তার সৃষ্টিশীল কাজের জন্য এদেশের মানুষের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন চিরকাল।
তেমনি শূন্য থেকে সৃষ্টি তোমাদের আজকের প্রিয় শিক্ষাঙ্গন রাঙ্গামাটি বিএম ইনষ্টিটিউট। এটি অত্রঞ্চালের ছেলেমেয়েদের কর্মমূখী শিক্ষার অর্জনের মাধ্যমে আত্বনির্ভশীল জীবন গঠনের প্রয়াসে প্রধানমন্ত্রি ভালবাসার একটি উপহার।
এছাড়া এ সরকার পাহাড়ের নারীদের উন্নয়নে নানাবিধ উদ্যেগ গ্রহন করেছেন যাতে নারীরাও আত্বনির্ভরশীল হয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় সম্পৃক্ত হতে পারে। দেশকে এগিয়ে নিতে হলে সকল কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ অত্যাবশ্যক। শিক্ষাঙ্গনের নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত পাঠ সম্পন্ন করে দক্ষতা অর্জনের মাধ্যমে আত্বকর্মসংস্থান সৃষ্টি করে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্টান শেষে কলেজের ছাত্রছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031