বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মালম্বীদের আষাঢ়ী পূর্নিমা উদযাপিত

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম , বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্নিমা পালন করছে বৌদ্ধ সম্প্রদায়। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বান্দরবানের বৌদ্ধ মন্দিরগুলো সাজানো হয়েছে বর্নিল সাজে, আর শত শত ভক্তের পদচারণায় মুখরিত হচ্ছে দিনটি।
সকালে ধর্মপ্রান বৌদ্ধ নারী-পুরুষেরা ইহকাল ও পরকালের শান্তির জন্য বিভিন্ন উপসনালয়ে উপস্থিত থেকে প্রার্থনায় অংশ নেয়। এসময় নারী-পুরুষ ভক্তরা হাজার প্রদিপ প্রজ্জলন, ধর্মীয় প্রার্থনা, ভান্তেদের খাবার প্রদানসহ নানা ধর্মীয় রীতিনীতি পালন করছে।
আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা। বান্দরবানের রাজবিহার, কালাঘাটা গৌতম বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে প্রার্থনা, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান) প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন, বৌদ্ধ মুর্তি স্মান সহ নানান ধর্মীয় আয়োজন।
আষাঢ়ী পুর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মালম্বীরা, এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসারন ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বী পরিবার।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30