চট্টগ্রাম মহানগর আওতাধীন ব্যারিস্টার নওফেলসহ নৌকার মাঝিদের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) সংসদীয় আসনে নৌকার মাঝি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ বেলা ১২টায় আদালত ভবনে বিভাগীয় কমিশনার ও রিটানিং অফিসার আবদুল মান্নানের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে সকাল ১০টায় তিনি দামপাড়াস্থ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর বাসভবনে যান। সেখান থেকে তিনি মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন ৮ আসনের নৌকার প্রার্থী মাঈন উদ্দিন খান বাদল, ১০ আসনের ডা: আফছারুল আমিন, ১১ আসনের এম এ লতিফ, ৪ আসনের দিদারুল আলমসহ দলীয় নেতৃবৃন্দের সাথে নিয়ে নির্বাচন আচরণবিধি মেনে আদালত ভবনে এসে রিটানিং অফিসারের কাছে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দেন। এ সময় মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, য্গ্মু সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, আলহাজ্ব বদিউল আলম, এম এ রশিদ, উপদেষ্টামন্ডলীর সদস্য আলহাজ্ব শফর আলী, এনামুল হক চৌধুরী, শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মানস রক্ষিত, শ্রম সম্পাদক আবদুল আহাদ, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, উপ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, নির্বাহী সদস্য আবুল মনসুর, বখতেয়া উদ্দিন খান, আবদুল লফিত টিপু, হাজী বেলাল আহমেদ প্রমুখ।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031