শুভ বড় দিন উপলক্ষে কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ এর প্রার্থনা ও আলোচনা সভা :: এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছে—সাংসদ দীপংকর তালুকদার

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥ এদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছেন, এটাই বাংলাদেশের বৈশিষ্ট বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সাংসদ দীপংকর তালুকদার। তিনি বলেন, প্রভু যীশু খ্রীস্টের বাণী আমাদেরকে সত্য ও সুন্দরের পথ দেখাই এবং অসাম্প্রদায়িক হতে শেখায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছা এদেশে সকল ধর্মের মানুষের উৎসবে সকলে একাকার হয়ে অংশ নিবে, তারই প্রতিফলন ঘটছে এদেশে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে খ্রীস্টান সম্প্রদায়ের শুভ বড় দিন উপলক্ষে কাপ্তাই চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ এর আয়োজনে খ্রীস্টিয়ান হাসপাতাল এর অডিটরিয়ামে প্রার্থনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডা: প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মো: হানিফ, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী (বেবী), চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমাসহ খ্রীস্টান সম্প্রদায়ের মানুষরা উপস্থিত ছিলেন।
পরে শুভ বড়দিন উপলক্ষে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন করা হয়। সমবেত প্রার্থনা পরিচালনা করেন চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চ সংঘের পালক রেবারেন্ড সখরীয়া বৈরাগী।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টান পল্লীগুলো সেজেছে অপরূপ সাজে। বর্নিল আলোয় আলোকিত হয়েছে সমস্ত খ্রীস্টান পল্লী। পিঠা, পায়েস, কেকসহ নানা উপাদেয় খাবার পরিবেশন করা হচ্ছে প্রতিটি ঘরে। একে অপরকে শুভেচ্ছা বিনিময়, উপহার বিনিময় করে দিনটিকে স্মরণ করছেন এখানকার খ্রীস্টান সম্প্রদায়ের মানুষেরা।

পাহাড়ে কৃষি বিপ্লবের নতুন যাত্রা: খাগড়াছড়ির যাদুরাম পাড়ায় কৃষি যন্ত্রপাতি হস্তান্তর আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়বে —-পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031