চট্টগ্রাম নগরীর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব:: প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বই উৎসবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে ঃ জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় বছরের প্রথম দিন সারাদেশে একযোগে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া বিরাট সাফল্য। অতীতের কোন সরকার এ ধরনের উদ্যোগ নেননি। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বিগত এক দশকে বই উৎসবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। শিক্ষার্থীরা বই পড়ে মানুষের মতো মানুষ হবে, এটাই আমাদের প্রত্যাশা। ইংরেজি নববর্ষের প্রথম দিন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা। চট্টগ্রামে মাধ্যমিক পর্যায়ে প্রায় ২ কোটি ৩ লাখ বই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেয়া হচ্ছে। ভালোভাবে বই পড়ে ও যতœ নিয়ে স্কুল শিক্ষার্থীদেরকে দেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি সম্পর্কে জানাতে পারলে দেশপ্রেম জাগবে এবং দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। আজ ১ জানুয়ারী ২০২০ ইং বুধবার সকাল ১১টায় নগরীর জামালখানস্থ ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন। শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সরকারি বিনামূল্যের বই তুলে দেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা বই উৎসবে অংশ নেন। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মাধ্যমিক পর্যায়ে (ইবতেদায়ী ও মাদ্রাসাসহ) জেলার মোট ১১ লাখ ৮৭ হাজার ৭৪৩ শিক্ষার্থী নতুন বই পাবে। মহানগরের ৬টি থানা ও ১৪টি উপজেলাসহ জেলার মোট ২ হাজার ৬৬টি মাধ্যমিক পর্যায়ের (মাদ্রাসাসহ) শিক্ষা প্রতিষ্ঠানে ১ কোটি ৫৩ লাখ ৮৭ হাজার ৭১৬টি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031