ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার বরখাস্ত

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শ্রমজীবি ও কর্মহীন মানুষের জন্য বরাদ্ধকৃত ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ নুরুল আবছারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক তদন্তে বিষয়টি প্রমানিত হওয়ায় এবং চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী চেয়ারম্যান আবছারকে স্বীয় পদ থেকে অপসারণের সুপারিশ করা হয়। আজ ১২ এপ্রিল ২০২০ ইং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার স্মারক নং ৪৬.০০.০০০০.০১৭.০০২.২০২০-৩৬২ মূলে উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যান মোঃ নুরুল আবছারকে সাময়িক বরখাস্তের আদেশ জারী করা হয়। একইসাথে একই তারিখের ৩৬৩ স্মারকমূলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ৩৪(৪)(ঘ) ধারার অপরাধে চেয়ারম্যান পদ থেকে তাকে চুড়ান্তভাবে কেন অপসারণ করা হবেনা সে মর্মে কারণ দর্শানো নোটিশ নোটিশ দেয়া হয়। নোটিশ প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, চট্টগ্রাম এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে কারণ দর্শানো নোটিশের জবাবপত্র প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031