রাঙ্গুনিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের হার

,রাঙ্গুনিয়া প্রতিনিধি রাঙ্গুনিয়ায় লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের হার। আজ বৃহষ্পতিবার (৪ জুন) পর্যন্ত উপজেলায় নতুন করে ৪ জনের করোনা শনাক্ত হয় । এ নিয়ে উপজেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার অপেক্ষায় আছেন আরও ৭৮ জন। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০৩ জনের। ফলাফল পাওয়া গেছে ২২৫ জনের। সুস্থ হয়েছে ৮ জন। হোম আইসোলেশনে রয়েছে ৩৯ জন। হাসপাতাল আইসোলেশনে আছেন ৫ জন। মারা গেছে ২ জন। আজ বৃহষ্পতিবার গত ২৩ এপ্রিল ও ২ মে পাঠানো নমুনার মধ্যে ১৭ জনের ফল এসেছে। সেখানে ৪ জনের করোনা শনাক্ত হয়। আজ বৃহষ্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন করে আক্রান্তদের মধ্যে ২ ও ৪ বছরের দুই সহোদর রয়েছে। তাঁরা উপজেলার উচ্চ পর্যায়ের সরকারি এক কর্মকর্তার শিশুপুত্র। এছাড়া আক্রান্ত আরো দুইজন নারী। তাঁদের বাড়ি সরফভাটা ইউনিয়নে। উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের লোকজনের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান করোনা আক্রান্ত হওয়ার পর হোম আইসোলেশনে রয়েছেন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তিনি করোনা আক্রান্ত হলেন। এখন প্রশাসনিক দায়িত্ব পালন করছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. ফখরুল ইসলাম। জানতে চাইলে এ্যাসিল্যান্ড মো. ফখরুল ইসলাম বলেন, ” ইউএনও স্যার হোম আইসোলেশনে আছেন। উনার সামান্য উপসর্গ রয়েছে। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত আমাকে প্রশাসনিক কাজগুলো করতে বলেছেন। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা করোনা আক্রান্ত হচ্ছেন বেশি। তাঁদের পরিবারও ঝুঁকিতে রয়েছেন। মাঠে কাজ করতে গিয়ে সবাইকে আরো বেশি সর্তক হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। ” উপজেলা প্রশাসন কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ইউএনওসহ ৯ জন সরকারি কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031