কাপ্তাইয়ে সাংবাদিক কাজী মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত: এই প্রথম কাপ্তাইয়ে কোন সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি) : রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাপ্তাই হতে প্রকাশিত মাসিক পত্রিকা রুপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন  করোনায় আক্রান্ত হয়েছেন । বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায়  রাঙামাটি পিসিআর ল্যাব হতে প্রাপ্ত রিপোর্টে তিনি সহ  কাপ্তাইয়ে আরোও একজনের করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ আসা অপরজন কাপ্তাই ২৪  আনসার ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে।  কাপ্তাই স্বাস্থ্য বিভাগের করোনা ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি জানান, বুধবার রাঙামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে কাপ্তাইয়ে ২ জন করোনা পজিটিভ হয় এবং তাদের করোনা সেম্পল গত ১০ আগস্ট পাঠানো হয়েছিলো।  তিনি আরো বলেন তারা উভয় বর্তমানে সুস্থ আছেন এবং হোম আইসোলসনে থেকে চিকিৎসা নিবেন। এ নিয়ে কাপ্তাইে করোনা পজিটিভ ১০৩ জন, যার মধ্যে ৯৯ জন সুস্থ, ১ জন মৃত্যুবরণ করেছে এবং বর্তমানে  ৩ জন চিকিৎসাধীন আছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031