অভ্যন্তরীণ কলহ করলে দল থেকে বহিষ্কার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “যারা অভ্যন্তরীণ কলহ করে দলের ক্ষতি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।”
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, “যারা দলের নিশ্চিত জয়কে বাধাগ্রস্থ করার চেষ্টা করবে তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল জঙ্গিবাদকে পৃষ্টপোষকতা করছে। কিন্তু তারা কোনভাবে সফল হবে না। জঙ্গিবাদ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপি এই জঙ্গিদের মদদ দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031