অভ্যন্তরীণ কলহ করলে দল থেকে বহিষ্কার: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “যারা অভ্যন্তরীণ কলহ করে দলের ক্ষতি করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে।”
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, “যারা দলের নিশ্চিত জয়কে বাধাগ্রস্থ করার চেষ্টা করবে তাদেরকে কোন ধরনের ছাড় দেয়া হবে না। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলে তাকে সঙ্গে সঙ্গে দল থেকে বহিষ্কার করা হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একটি মহল জঙ্গিবাদকে পৃষ্টপোষকতা করছে। কিন্তু তারা কোনভাবে সফল হবে না। জঙ্গিবাদ দিয়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপি এই জঙ্গিদের মদদ দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30