॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী দীপংকর তালুকদার বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনা চালাচ্ছেন না। বর্তমান সরকার চলছে নির্বাচন কমিশনের নির্দেশে। নির্বাচন কমিশন ডিসি, এসপি, ইউএনও এবং ওসিদেরকে বদলী করাচ্ছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে রাঙ্গামাটি পৌর এলাকার ওয়াপদা কলোনী, পোস্ট অফিস কলোনী, বিএডিসি ও অফিসার্স কলোনী নিয়ে ৪নং ওয়ার্ড এর উঠান বৈঠকে জেলা আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনা কালে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
৭ জানুয়ারী ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছে, এ রকম একটা প্রজ্ঞাপন করার জন্য, যদি কেউ নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করে তাহলে তার বিরুদ্ধে যেন আইনাগত ব্যবস্থা নেয়া হয়। আর সে মতে পুলিশ বাহিনী থেকে শুরু করে বিজিবি, সেনাবাহিনী এ নির্দেশ পালন করার জন্য সচেষ্ঠ এবং অন এলার্ড। কাজেই কেউ ভোটারদের বাধাপ্রাপ্ত করলে সঙ্গে সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাই নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানের জন্য তিনি ভোটারদের প্রতি আহবান জানান। রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুসা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সাবেক পৌর চেয়ারম্যান হাবিবুর রহমানসহ অন্যান্যরা নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বক্তব্য রাখেন।