রোয়াংছড়ির দূর্গম পাহাড়ের মহিলা পাড়া প্রাথমিক বিদ্যালয় একজন শিক্ষক দিয়ে পাঠদান

॥ রোয়াংছড়ি প্রতিনিধি॥ বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ৪নং নোয়াপতং ইউনিয়নের দূর্গম পাহাড়ের মহিলা (আলেচু) পাড়া বসবাসরত শিক্ষা বঞ্চিত কোমলমতি ৩০জন শিক্ষার্থীদের শিক্ষা আলো ছড়াতে স্বল্প সম্মানী টাকা পেয়ে প্রতিনিয়ত শিক্ষাদানের লক্ষ্যে পাঠদান করে চলছে শিক্ষক উঞোয়াইমং মারমা। মঙ্গলবার (১৬ জানুয়ারী) মহিলা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অংশৈসিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা,রোয়াংছড়ি প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাথোয়াইঅং মারমা, দৈনিক বাংলা প্রতিনিধি হ্লাছোহ্রী মারমা, সাবেক ইউপি মেম্বার ও মহিলা পাড়া কারবারী হ্লাথোয়াই মারমা, সাবেক ইউপি মেম্বার ও খক্ষ্যং হেডম্যান পাড়া কারবারী মংচিংথুই মারমা, সমাজ সেবক নুমংপ্রু মারমা, সংরক্ষিত ইউপি মহিলা মেম্বার মেনুপ্রু মারমা, উমেনু মারমা, হ্লামেচিং মারমা, মেম্বার ক্যনুপ্রু মারমা, মেম্বার মেচিং মারমা, মেম্বার শৈউচিং মারমা, মেম্বার জামাধন তঞ্চঙ্গ্যা।
আলোচনা সভায় প্রধান অতিথি চহাইমং মারমা বলেন, স্বল্প পরিমাণের সম্মানী প্রদানের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা বঞ্চিত হতে দূর করণে লক্ষ্যে দূর্গম এলাকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক থলি পাড়া বাসিন্দা উঞোয়াইমং মারমাকে ব্যক্তিগত পক্ষ থেকে সামর্থন অনুযায়ী প্রতিমাসে একজন শিক্ষককে সম্মানী প্রদান করে চলেছে। পাঠদানের শিক্ষা ভবন সরকার করে দিয়েছে কিন্তু জাতীয়করণ না হওয়ায় শিক্ষক নেই। আগামীতে কিভাবে জাতীয়করণ করা যায়, সেই দিকে লক্ষ রেখে কাজ করা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়া হবে বলে জানান তিনি। এসময় অনুষ্ঠানের শিক্ষার্থীদের অর্ধশতাধিক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031