উঠল নিষেধাজ্ঞা, পর্যটকরা যাচ্ছেন রোয়াংছড়ির অন্যতম পর্যটনকেন্দ্র দেবতা খুমে

বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে রোয়াংছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র দেবতা খুমে ভ্রমনের নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দল বেধে পর্যটকরা যাচ্ছেন দেবতা খুমে। দেবতা খুম মূলত তারাছাড় খারের একটি অংশ। যার দুই পাশে পাহাড় দিয়ে গেরা এবং গভীর পানির পাথুরে জায়গা। সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র দেবতাখুমে পর্যটক ভ্রমণের জন্য খুলে দেয় জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সকাল থেকে দেবতাখুমে যাওয়ার জন্য গাড়ির স্টেশনগুলোতে ভীড় করছেন পর্যটকেরা।
কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আলাদা স্বায়ত্তশাসিত অঞ্চলের জন্য আন্দোলন, পাহাড়ে জঙ্গি সংগঠনের আস্তানা এবং পাহাড়ে র‌্যাবের অভিযানসহ পর্যটকদের নিরাপত্তার কারণে এ পর্যটনকেন্দ্রে এতদিন বন্ধ ছিল।
গেল ১৭ জানুয়ারি ২০২৪ইং বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়।
তবে দুর্গম এলাকায় যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের অবশ্যই উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930